খাদ্যগুদামের বাহিরে তালা লাগিয়ে চাল বস্তায় ভর্তি করে বাহিরে বিক্রির অ’ভিযো’গ পাওয়া গেছে বরিশাল বাবুগঞ্জের খাদ্যগুদাম কর্মকর্তা (ও’সিএ’লএসডি) মোসা. ফরিদা খাতুনের বি’রু’দ্ধে।
এ ঘ’ট’নায় ফরিদা খাতুনসহ দুজনকে গ্রে’ফ’তার করেছে পু’লিশ। তার বি’রুদ্ধে বিভাগীয় ব্য’ব’স্থা নেওয়া হবে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাজুল ইসলাম।
মা’ম’লা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) মোসা. ফরিদা খাতুন দীর্ঘদিন ধরে গো’ডাউ’নে বসে শ্রমিক দিয়ে ৩ নম্বর খাদ্যগুদামের বাহির দিয়ে তালা লাগিয়ে ২৫ কেজি মনোগ্রাম খচিত জোড়া কবুতর মিনিকেট বস্তায় ভর্তি করে বাহিরে বিক্রি করে আসছেন।
গো’প’ন সংবাদ পেয়ে উপজেলা ইউএনও মো. আমীনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, বাবুগঞ্জ থা’না’র ওসি মো. মাহাবুবুর রহমান বৃহস্পতিবার বিকালে স’রেজ’মিন গিয়ে ঘ’ট”নার সত্যতা পেয়ে জোড়া কবুতর মিনিকেটের ১১শ খালি বস্তা ওসিএলএসডির নিজস্ব বাসভবন থেকে ও ৩ নম্বরর খাদ্যগুদাম থেকে উ’দ্ধা’র করেন। গো’ডা’উনের ভেতর ২৫ কেজির ৮শ বস্তা চাল থাকায় ওই গুদামে সিলগালা করে দেন।
এরপর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোসা. রুবিনা পারভীন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ওসিএলএসডি ফরিদা খাতুনসহ ৫ জনকে আ’সা’মি করে বাবুগঞ্জ থানায় মা’ম’লা দা’য়ের করেন। মা’ম’লা দা’য়ে’রের পর ওসিএলএসডি ফরিদা খাতুন ও গোডাউনের শ্রমিক মোফাজ্জেলকে পু’লি’শ ওই রাতেই গ্রে’ফ’তার করেন।
তাদের দুইজনকে গতকাল শুক্রবার সকালে বরিশাল আ’দা’লতের মাধ্যমে জে’লহা’জতে প্রেরণ করা হয়েছে।
বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, তার অ’নিয়ম ও দু’র্নী’তির বি’রু’দ্ধে প্রাথমিকভাবে ফৌজদারি আ;ইনে মা;ম;লা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বিভাগীয় আইনে তার বি;রু;দ্ধে ব্য;বস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ওসিএলএসডি ভোলা থেকে বাবুগঞ্জ খাদ্যগুদামে যোগদানের পর থেকে ব্যাপক দু;র্নীতি করে আসছে। এ বিষয় গত ২০১৯ সালে ওসিএলএসডি ফরিদা খাতুন তার স্বামীর মাধ্যমে খাদ্যগুদামে ধান ক্রয় করার ঘটনা দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর তার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বি;রু;দ্ধে আ;ই;নগত ব্য;বস্থা নেয়নি। তারই ধারাবাহিকতায় তিনি বাহিরের জোড়া কবুতর সিলযুক্ত মিনিকেট ২৫ কেজি বস্তায় গোডাউনের চাল ভর্তি করে বাহিরে দেদার বিক্রি করে আসছেন।