ডিগ্রির উপবৃত্তি সংক্রান্ত আপডেট


২০১৭-২০১৮ সেশন, ডিগ্রি (পাস) ৩য় বর্ষ
২০১৮-২০১৯ সেশন, ডিগ্রি (পাস) ২য় বর্ষ
২০১৯-২০২০ সেশন, ডিগ্রি (পাস) ১ম বর্ষ


শেষ সময়ের অপেক্ষা না করে আবেদন করে নিবেন সার্ভার সমস্যা দেখা দেওয়ার আগে

১. উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রী (পাস)/ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
২. নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।
৩. উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে।
এবং অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।
©আলোর পথিক

